রাজধানীর ভাষানটেকের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের মধ্যে এক নারী মারা গেছেন। তার নাম মেহরুন্নেছা (৮০)।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৬ জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে শুক্রবার (১২ এপ্রিল) ভর্তি করা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এদিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা হলেন— মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের তিন সন্তান লিজা (১৮), লামিয়া (৭) ও সুজন (৮)। মারা যাওয়া মেহরুন্নেছা মো. লিটনের শাশুড়ি হন।
ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় শুক্রবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নয়াশতাব্দী/একেমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ