ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

স্বস্তির ট্রেনযাত্রায় রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

প্রকাশনার সময়: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৯

ঈদযাত্রায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। এতে বাস টার্মিনালগুলোর পাশাপাশি যাত্রীর ভিড় জমছে রেল স্টেশনে। এদিকে ঈদ উপলক্ষ্যে বিশেষভাবে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৫ এপ্রিল) ট্রেনযাত্রার তৃতীয় দিন। এ দিন উৎসবমুখর পরিবেশে স্বস্তি নিয়েই যাত্রীদের ট্রেনে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনের সামনে অপ্রয়োজনীয় গাড়ি থামিয়ে রাখতে দিচ্ছে না রেলের নিরাপত্তা কর্মীরা। তবে যেসব গাড়িতে যাত্রী রয়েছে সেইসব গাড়িগুলোকে স্টেশন এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। এদিকে যাত্রীরা প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করার পর টিকিট রয়েছে কিনা সেটি চেক করছেন টিটিইরা। পরের ধাপে চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে কিনা। এরপরেই যাত্রীরা ট্রেনের সিডিউল দেখে নির্ধারিত গন্তব্যের প্ল্যাটফর্মে প্রবেশ করছেন।

টাঙ্গাইলের ভূঞাপুরগামী যাত্রী বেলাল হোসেন বলেন, ঈদে বাড়ি যাচ্ছি। স্টেশনে এখন কোনো ভিড় নেই। কিন্তু ট্রেন ছাড়ার পর অন্য স্টেশনে যখন দাঁড়াবে সেখানে কেমন ভিড় হবে তা বুঝা যাচ্ছে না।আশা করছি অন্তত ভালো একটা যাত্রা হবে।

স্টেশনের যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ছুটির দিন সকালে সড়কেও তেমন যানজটে পড়তে হয়নি। তবে এবার অনলাইনে ট্রেনের টিকিটও পাওয়া গেছে সহজেই। ঢাকা রেলওয়ে স্টেশন থেকেও ট্রেনে উঠতেও নিজ আসনে পৌঁছাতে কোনো বেগ পোহাতে হয়নি। ফলে এখন পর্যন্ত ট্রেনযাত্রা নির্ভেজাল মনে হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেন চলাচলের শিডিউলে ৫-১০ মিনিটের মতো সামান্য বিলম্ব থাকলেও বড় ধরনের কোনো বিলম্ব নেই।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ