রাজধানীর ডেমরা কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস পুড়ে গেছে।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ার একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুনের খবর পাওয়া যায়।
দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সর্ম্পকে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ