ঢাকার রাস্তায় ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ। বিস্মিত হওয়ার কিছু নেই। এই ঘটনা ঘটেছে রোববার (৩১ মার্চ) রাতে।
পুরাতন একটি উড়োজাহাজ নিয়ে রাজধানী ঢাকার বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী ছুটে চলতে থাকে বড় একটি ট্রাক। কিন্তু ওভারব্রিজের উচ্চতা কম হওয়ায় আটকে যায় উড়োজাহাজ। এতে সড়কে সৃষ্টি হয় যানজটের। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে ফেললে নির্বিঘ্নে চলে যায় ট্রাকটি।
তথ্য অনুযায়ী, রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ উড়োজাহাজটির গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।
জানা গেছে, আগে থেকেই দুই পাশের ডানা খুলে রাখা উড়োজাহাজটির পেছন আটকে গেলে একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজটিও খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ