রাজধানীর বেশকিছু এলাকায় পাইপলাইনের মেরামত কাজের জন্য চার ঘণ্টা গ্যাস থাকবে না আজ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রোববার (৩১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ রোববার (৩১ মার্চ) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা খিলগাও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা এবং মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ