ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ০৭:৪১ | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০৮:২৭

পুরান ঢাকার চকবাজারে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার।

এর আগে রাত সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার।

তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরপর আরও ৮টি ইউনিট যোগ দেয়।

তবে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা কিছু জানাতে পারেননি তিনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করবেন, তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরে জানা যাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এছাড়া এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ