ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

বৃষ্টির পর অসহনীয় যানজট, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৭:৪০
ছবি- সংগৃহীত

দুপুর থেকে টানা বৃষ্টি ঢাকায়। এতে পানি জমে গেছে বিভিন্ন সড়কে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা রোজাদাররা।

পল্টন, কাকরাইল, ফকিরাপুল, মৌচাক ও মালিবাগ এলকায় মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে দেখা গেছে এ চিত্র।

যানজটে আটকে পড়া লোকজন ও ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি শেষ হওয়ার পরপরই এসব এলাকায় তীব্র যানজট শুরু হয়। এক সড়কে যানজটের প্রভাব অন্য সড়কেও ছড়িয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজটে আটকে পড়া মানুষের ভোগান্তিও বাড়ে।

পল্টনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য এনামুল বলেন, একসঙ্গে অফিস ছুটি ও বৃষ্টিতে আটকে পড়া মানুষ রাস্তায় নেমে আসায় এমন যানজট।

এর আগে বৃষ্টির মধ্যে বাসে উঠতেও বেগ পেতে হয় যাত্রীদের। এ কারণে বৃষ্টি শেষ হওয়ার পরপরই বাসে ভিড় বাড়ে। অফিস থেকে ফেরা অনেককে হেঁটে যেতে দেখা গেছে। কেউ আবার বেশি ভাড়া দিয়ে রিকশায় বাসায় ফেরেন।

মতিঝিল থেকে বিশ্বরোডের বাসায় ফিরতে বাসে ওঠেন হোসেন আখতার। চল্লিশ মিনিট ধরে তিনি পল্টন মোড়ে যানজটে আটকে আছেন বলে জানান। তিনি বলেন, ইফতারের আগে বিশ্বরোড পৌঁছানো যাবে কি না জানি না। এক জায়গায় বাস আটকে আছে। এসময়ে বাস একটুও এগোয়নি।

কাকরাইল এলাকায় কথা হয় এক সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, শুধু এই এলাকা নয়, সবখানে যানজট লেগে গেছে। এক ঘণ্টার পথ দুই-তিনঘণ্টা লাগছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ