ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

ঢাকায় স্বস্তির বৃষ্টি

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৬:০৭

গ্রীষ্মের শুরুতেই তুমুল বৃষ্টির দেখা মিলেছে ঢাকায়। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের পরে থেকে শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও পড়েছে শিলা।

এদিন সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

ঢাকাসহ প্রায় সারাদেশেই গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। তুমুল বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে। অনেককেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজতে হয়। বৃষ্টির কারণে রাজধানীর কোন কোন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ