ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

অবন্তিকার মৃত্যুতে জড়িতদের শাস্তি চায় মহিলা পরিষদ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৫:৪৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১৬:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ মহিলা পরিষদ।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সীমা মোসলেমের সই করা এক বিবৃতিতে সোমবার (১৮ মার্চ) এ দাবি জানানো হয়।

তারা বলেন, গত ১৫ মার্চ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সংবাদে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকাকে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আত্মহত্যা প্ররোচনা দিয়েছেন।

মহিলা পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে। একইসঙ্গে যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণ বন্ধে বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে অভিযোগ কমিটি গঠন ও কমিটিকে কার্যকরী ভূমিকা পালন করাসহ আলাদা আইন প্রণয়নের দাবি জানাচ্ছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ