ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকার ও হুইপদের শ্রদ্ধা

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ১৬:৪৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অন্যান্য হুইপরা।

রোববার (১৭ মার্চ) ডেপুটি স্পিকার টুঙ্গীপাড়ায় এবং চিফ হুইপসহ হুইপরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। টুঙ্গিপাড়ায় ডেপুটি স্পিকার বঙ্গবন্ধুর সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন।

সংসদ সচিবালয় জানায়, ধানমন্ডি ৩২ নম্বরে চিফ হুইপের সঙ্গে হুইপ সাইমুম সরওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ সানজিদা খানম উপস্থিত ছিলেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

পরে জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে বিভিন্ন অনুবিভাগ প্রধান, মহাপরিচালক ও যুগ্ম সচিবসহ সব কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ