ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

গাজায় আক্রমণের সময় মানবাধিকার কোথায় থাকে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ১৪:০০ | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১৪:১৯

শিশু অধিকার ও মানবাধিকারের কথা বলে গাজায় আক্রমণ করা হয় তখন মানবাধিকার সংস্থার মানবিকতা কোথায় থাকে বলে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে আছি। অনেকে শিশু অধিকার-মানবাধিকারের কথা বলে সোচ্চার থাকে, পাশাপাশি দেখি তাদের দ্বিমুখী আচরণ। গাজায় যখন শিশু-নারীদের ওপর হামলা চালানো হয়, তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে? তাদের মানবতাবোধ কোথায় থাকে? গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, প্রযুক্তির শিক্ষা শিশুকাল থেকে পাওয়ার ব্যবস্থা করছে সরকার। শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয়, সেদিকে লক্ষ্য রাখছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে আমরা শিশুদের গড়ে তুলছি।

এ সময় জাতীয় দিবস সম্পর্কে শিশুদেরকে যথাযথ শিক্ষা দেয়ার আহ্বান জানান তিনি।

নয়াশতব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ