মিয়ানমার থেকে যে কয়জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের আগের মতো আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মিয়ানমার থেকে ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে এসেছে। এর মধ্যে বেসামরিক যারা ছিলেন তাদের ফেরত পাঠানো হয়েছে। বাকিদের ফেরত পাঠানোর জন্য আমরা কাজ করছি।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ চলছে। প্রয়োজন হলে তাদের রাষ্ট্রদূতকে ডাকা হবে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপি সদস্যরা বিপদে পরে আমাদের দেশে প্রবেশ করেছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ