গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় আজ রাত থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ শনিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
কারিগরি কারণে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ