রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কেয়ারি ক্রিসেন্ট ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সোমবার (৪ মার্চ) দুপুরে ভবনটিতে অভিযান চালানোর পর তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় ভবন থেকে তিনজনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে।
এরআগে অভিযান চালানো খবরের নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটি সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশটি। সেখানে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকিবে। শুধুমাত্র দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’
পরে সেখানে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। ওই অভিযান শেষেই ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ