ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৯:০৪

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। এ সময় তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

শনিবার (২ মার্চ) সকালে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী। পরে বেলা বারোটায় ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল।

এ সময় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি বলেন, আওয়ামী লীগ সৃষ্টিলগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেই একজন সাধারণ কর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে আছি।

এ সময় পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আস্থার প্রতি সম্মান রেখে তা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অভিমত ব্যক্ত করেন।

মো. আব্দুল ওয়াদুদ রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ