ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৭:৫৭

রাজধানীর নিউমার্কেটের গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি কাজ করে আগুন নির্বাপণ করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ