এমন সকাল কখনো দেখেনি বেইলি রোডের বাসিন্দারা। অন্যান্য দিনের মতো আজ (শুক্রবার, ১ মার্চ) বেইলি রোডে চলছে না গাড়ি। যদিও সাধারণ মানুষের চলাচল রয়েছে এ পথে। একটু পর পর ফায়ার সার্ভিসের গাড়ি, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে নেই গাড়ির হর্ন কিংবা রিকশার বড় জটলা।
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৫০ মিনিটের দিকে। মাত্র দুই ঘণ্টায় আগুন লেগে প্রাণ গেছে ৪৩ জনের। দগ্ধ এবং আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
এ পথে যারা যাতায়াত করেন তাদের অনেকেই উদাস দৃষ্টিতে পায়ে হেঁটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। অনেকে থেমে দেখছেন আগুনে পুড়ে যাওয়া ভবনটিকে।
চামেলি বাগের বাসিন্দা আশিক বলেন, আমি ঢাকার বাইরে ছিলাম। রাতেই শুনেছি আমার বন্ধু আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আছে। তাকে দেখতে যাওয়ার আগে স্থানটি দেখে গেলাম যেটা অর্ধশত মানুষকে কেড়ে নিয়েছে।
আসাদ নুর নামে অপর একজন বলেন, এখনও দেখে শরীর কেঁপে উঠছে। দুপুরবেলা আমি পরিবার নিয়ে এখানে খাবার খেয়েছি আর রাতের বেলা দুর্ঘটনা। আজ কতো মানুষের প্রাণ গেছে, আল্লাহ মাফ করুন।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ