বিদ্যুৎ উৎপাদনে বেড়েছে গ্যাসের দাম। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৪ টাকা থেকে ১৪ দশমিক ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্যাপটিভ বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যক বিদ্যুৎ কেন্দ্র) উৎপাদনে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩০ দশমিক ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আবাসিকে গ্যাসের দাম বাড়ছে না। কেবল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৭৫ পয়সা বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আবাসিকে গ্যাসের দাম বাড়াচ্ছি না। শিল্পেও বাড়বে না। কেবল বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস প্রয়োজন হয়, সেটার দাম বাড়ানো হবে। আগামী মার্চ থেকেই দাম বাড়ানো হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ