ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫

গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ ও স্বতন্ত্র বিভাগ চায় পুলিশ

পুলিশ সপ্তাহ-২০২৪
প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৪। ছয় দিনব্যাপী আয়োজিত এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বারের মতো এবারও পুলিশ সপ্তাহে কিছু দাবি উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ ও স্বতন্ত্র পুলিশ বিভাগের দাবি।

পুরোনো দাবির পাশাপাশি এবার থাকছে নতুন কিছু প্রস্তাবনা। তুলে ধরা হবে ক্যাম্পাস পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা। এ ছাড়া স্বতন্ত্র পুলিশ বিভাগের দাবি জানানো হচ্ছে। এর আগে একই দাবি উত্থাপন করা হয়েছিল। এ ছাড়া পুলিশ পরিদর্শক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঝুঁকি ভাতা চাওয়া হবে। এখন কনস্টেবল থেকে উপপরিদর্শক পর্যন্ত সদস্যরা ঝুঁকি ভাতা পান। পুলিশের পদোন্নতি ও পদায়নের জট কাটানোর ব্যাপারে কিছু দাবি-দাওয়া থাকছে।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর ব্যাপারে জানতে চাইলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, সুপার নিউমারারির ৩৬৫টি পদ দেয়ায় আমরা খুশি। তবে একবার দিলেই পুলিশের পদোন্নতিজটের সমাধান হবে না। বয়স ও ব্যাচভিত্তিক পদোন্নতি, পদায়ন না করলে এ সমস্যা থেকে বের হওয়া যাবে না। ক্যাম্পাসের জন্য পুলিশ ইউনিট গঠন করা হলে সেখানকার যে কোনো সমস্যা দ্রুত সমাধানে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।

পুলিশের এক কর্মকর্তা জানান, বাহিনীর প্রধান সমস্যা পদোন্নতি ও পদায়নজট। সুপারনিউমারারি হিসেবে ৩৬৫ পদ তৈরি হলেও তাদের পদায়ন করা যায়নি। নিয়মিত পদ হিসেবে এর কাঠামো গঠনের দাবি করা হবে। এ ছাড়া প্রেষণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বৈদেশিক মিশনে পদায়ন চাওয়া হবে। বিশেষ করে যেসব দেশে বাংলাদেশি শ্রমিক বেশি, সেখানে লিয়াজোঁ অফিসার হিসেবে পুলিশ সদস্যরা কাজ করতে পারেন। এর আগে একই ধরনের দাবি জানানো হলে তা বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়।

তবে সেই প্রক্রিয়া আর এগোয়নি। দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ সুবিধা চান। এখন সরকারের উপসচিবসহ তদূর্ধ্ব কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর মেজর বা সমমানসহ তদূর্ধ্ব কর্মকর্তারা বিনা সুদে গাড়ির ঋণ সুবিধা পেয়ে থাকেন।

এ ছাড়া পুলিশের দাবি-দাওয়ার মধ্যে থাকছে হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও মেট্রোরেল পুলিশ ইউনিটের বিস্তৃতি। পুলিশের নীতিনির্ধারকরা মনে করছেন, এ ধরনের বিশেষায়িত ইউনিটের আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ রয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, বর্তমানে যত ধরনের অপরাধ সমাজে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য সাইবার অপরাধ। দিন দিন সাইবার অপরাধ বাড়ছে। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আলাদা সাইবার ইউনিট রয়েছে। পুলিশের দীর্ঘ দিনের দাবি– একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন। এবারও পুলিশ সপ্তাহে এ দাবি তোলা হবে।

জেলা পর্যায়ে এ ইউনিটের নেতৃত্ব দেবেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। তার অধীনে দু’জন সহকারী পুলিশ সুপার (এএসপি), চারজন ইন্সপেক্টর (পরিদর্শক), আটজন সাব-ইন্সপেক্টর (এসআই), ১৬ জন এএসআই থাকবেন।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্রধানমন্ত্রী কর্তৃক ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপির সম্মেলন, আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ ইত্যাদি। এ ছাড়া, পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মঅধিবেশনে বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নেয়া হবে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ