জাতীয় বস্ত্র দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। ‘স্মার্ট টেক্সটাইলে সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে এবারও পালন হবে ‘জাতীয় বস্ত্র দিবস-২০২৩’।
এতে বলা হয়েছে, জাতীয় বস্ত্র দিবস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এবার বস্ত্রখাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখায় ১১টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ