ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

বাংলাদেশে বিনিয়োগে জমি চায় সৌদি

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ খবর জানান।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ইকোনমিক জোনে সৌদি আরবকে ৩০০ একর জমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা আরও ৩০০ একর জমি তারা চেয়েছে। পাশাপাশি চট্রগ্রাম বন্দরে পতেঙ্গা টার্মিনাল তারা অপারেট করতে যাচ্ছে। সেখানে ১.২ বিলিয়ন মার্কিন ডলার অতি দ্রুত সময়ের মধ্যে তারা বিনিয়োগ করবে। এটি ২০ বছরের জন্য তাদেরকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ড. হাছান মাহমুদ জানান, চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরও দুদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে তাদের কর্মীরা সাড়া দেয় না। রোজার মাসে কর্মসূচি দিলে কর্মী ও জনগণের তোপের মুখে পড়বে দলটি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ