ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

শেখ হাসিনাকে ইউরোপীয় কমিশনের অভিনন্দন

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন।

এ সময় তিনি আগামী বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থের বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন অঙ্গীকারবদ্ধ।

এ ছাড়াও গত বছর গ্লোবাল গেটওয়ে ফোরাম উপলক্ষে ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ায় তিনি আনন্দিত।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ