ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু ঘটনায় মামলা

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

রাজধানীর মালিবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের গৃহকর্মী আনোয়ারার (৪০) মৃত্যু ঘটনায় মামলা দায়ের হয়েছে। আনোয়ারার বোন শাহানা বাদী হয়ে শাহজানপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজিত সাহা বলেন, গত রাতে নিহতের বোন শাহানা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা তদন্ত করছি।

এর আগে, গতকাল ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসার ছাদ থেকে পড়ে আনোয়ারার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ