রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। অপরদিকে লালবাগের পোস্তার ঢাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, রাত ১২টা ৩০ মিনিটের দিকে মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ির একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
এদিকে রাজধানীর লালবাগের পোস্তার ঢাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ