ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এ জন্য যা যা দরকার, সব করব।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য দাবি করে ভারতের পোস্ট রাতে যখন অনলাইনে দেখি, পরের দিনই ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের তৎপরতায় পরে সেটি সরিয়ে নিয়েছে।

তিনি বলেন, এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার সব করব। তবে টাঙ্গাইল শাড়ির জিআই আমাদের আগে নেওয়া উচিৎ ছিল। কিন্তু আমরা নিতে পারিনি। জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারাও নেয়নি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ