তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে মেট্রোরেল। জানা গেছে, কাজীপাড়ায় ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল জানিয়েছেন, বিকেল পৌনে ৪টা থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মেট্রোরেলের ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে। এতে মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়।
রায়হান খলিল জানান, ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই তা মেরামতে কাজ শুরু করে ডিএমটিসিএল।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ