ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে প্রস্তুত ‘কুইক রেসপন্স টিম’

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে দু’দিন পর। পরীক্ষা ঘিরে প্রস্তুত রয়েছে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’। রাজধানীর পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে যেতে প্রয়োজনে পুলিশের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান।

তিনি জানান, ঢাকার ১২২টি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য অন্তত ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে তাদের প্রতি নির্দেশনা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘এসএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, মূল বিষয়গুলোর পরীক্ষা চলাকালীন ডিএমপি ট্রাফিকের আটটি জোনে প্রায় ৩২টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে, যারা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে এসএসসি পরীক্ষার্থীদের।

মুনিবুর রহমান বলেন, আসন্ন এসএসসি-দাখিল-ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগরীর ট্রাফিকের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করে থাকি। যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করে সহায়তার আহ্বান জানানো যাবে। এক্ষেত্রে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার সারাদেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ৩৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ