জাতীয় সংসদের নব নির্বাচিত হুইপ এবং তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেননি। বিপিএলে অংশগ্রহণের কারণে সংসদের প্রথম অধিবেশনে তাদের যোগ দেওয়া হয়ে উঠেনি।
জানা গেছে, বিপিএল দশম আসরে এখন সিলেট পর্বের খেলা চলছে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান খেলছেন। দুজনই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই দুই ম্যাচের প্রথমটিতে রংপুরের হয়ে মাঠে নেমেছেন সাকিব এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের হয়ে মাঠে নামেন মাশরাফী।
এই ম্যাচের আগে সোমবার (২৯ জানুয়ারি) কঠোর অনুশীলন করেছিলেন সাকিব। এর আগের দিন অনুশীলন করে সিলেট। তবে সেখানে যোগ দেননি মাশরাফী। তিনি অনুশীলন না করলেও সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন। ওই ম্যাচে ১ ওভার বল করে দিয়েছেন ১৪ রান। যেখানে চট্টগ্রাম ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটের ব্যবধানে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ