দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। বর্তমান সরকারের ও ২০২৪ সালের প্রথম অধিবেশন এর মাধ্যমে শুরু হয়।
সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।
এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।
এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হয়।
সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে। জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ