দেশের রপ্তানি আয় বাড়াতে পোশাক খাতের পর এবার গুরুত্ব দেয়া হচ্ছে চামড়া শিল্পকে। জোরেশোরে চলছে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই পদক্ষেপকে ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্লেষকরা বলছেন, কেবল পরিকল্পনা নয়; সঠিক বাস্তবায়নে নিতে হবে বাস্তব পদক্ষেপ।
দেশের উদীয়মান অর্থনীতিতে সম্ভাবনার আরেক খাত চামড়াজাত পণ্য। কিন্তু সমন্বিত পদক্ষেপ কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে তেমন বিকশিত হয়নি এই শিল্পের। তবে গেল বছর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর চামড়া শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে শুরু হয় নানা তৎপরতা। সবশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেল সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে দৃশ্যমান হয় সরকারি নানা উদ্যোগ।
তথ্য বলছে-শিল্প, বাণিজ্য,অর্থসহ কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে মহাপরিকল্পনা তৈরিতে। যাতে থাকছে চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন, লেদারি ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন, শুল্কমুক্ত নমুনা পাসবই ব্যবহার আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা সহজ করা।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, এই খাতে বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে হবে। এজন্য তাদের আস্থা অর্জন করতে হবে। সেজন্য নানা পদক্ষেপ নেয়া দরকার। আমাদের চামড়া শিল্প নীতিমালা আছে। ২১-২৪ রূপরেখাতে বলা আছে, এই খাতে কী কী প্রয়োজন। সেগুলো একে একে ধরে বাস্তবায়ন করলে উন্নয়ন সম্ভব।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ