ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগসহ ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে সোমবার (২২ জানুয়ারি) সকালে এই তথ্য জানানো হয়। সকাল ৯টায় ঢাকায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কথা জানানো হয়েছে। যা চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছী ও দিনাজপুরে। এই দুই জায়গায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ