রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডিপিডিসি’র শীর্ষ পদে নিয়োগের সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১৮:২৯

সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির দুটি পদেই ৩ বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এরইমধ্যে এ ব্যাপারে গত ১৮ জানুয়ারি ডিপিডিসি’র এক বোর্ড সভায় পদ দুটিতে নিয়োগ পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিপিডিসি’র বোর্ড সভার সিদ্ধান্তের পর আবেদনকারী প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই শেষে এমডি পদে ১৬ জন এবং নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে ১১ জনকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যাদের নিয়োগ পরীক্ষায় ডাকা হয়েছে, তারা হলেন-

(১) ডিপিডিসি’র নির্বাহী পরিচালক আইসিটি অ্যান্ড প্রকিওরমেন্ট এবং অতিরিক্ত দায়িত্বে জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত প্রকৌশলী আব্দুল্লাহ নোমান,

(২) নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী হাসিবুল হাসান,

(৩) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী বিকাশ রঞ্জন রায়,

(৪) ডিপিডিসি’র সাবেক প্রধান প্রকৌশলী ও জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান,

(৫) বিআরইবি কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুর রউফ মিয়া,

(৬) ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী (প্রকিওরমেন্ট) হিসেবে কর্মরত প্রকৌশলী মর্তুজা কামরুল আলম,

(৭) ওজোপাডিকো কর্মকর্তা প্রকৌশলী মো. শামছুল আলম,

(৮) ডিপিডিসি’র সাবেক নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জোয়ারদার,

(৯) ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ও অতিরিক্ত দায়িত্বে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) হিসেবে কর্মরত প্রকৌশলী মোরশেদ আলম খান,

(১০) ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত প্রকৌশলী এ.এইচ.এম মহিউদ্দিন,

(১১) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে কর্মরত প্রকৌশলী জ্যোতিশ চন্দ্র রায়।

এছাড়াও রয়েছেন (১২) প্রকৌশলী মো. শরীফ উদ্দিন হোসেন, (১৩) প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদার, (১৪) প্রকৌশলী মো. শফিউল্লাহ, (১৫) প্রকৌশলী মো. আমজাদ হোসাইন ও (১৬) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

অন্যদিকে, নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে যাদের নিয়োগ পরীক্ষায় ডাকা হয়েছে, তারা হলেন- (১) পিজিসিবি’র কর্মকর্তা প্রকৌশলী কিউএম শফিকুল ইসলাম,

(২) আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী বিকাশ রঞ্জন রায়,

(৩) বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আকরাম উল্লাহ,

(৪) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম,

(৫) নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তা প্রকৌশলী হাসিবুল হাসান,

(৬) ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী (প্রকিওরমেন্ট) হিসেবে কর্মরত প্রকৌশলী মর্তুজা কামরুল আলম,

(৭) ডিপিডিসি’র স্মার্ট গ্রিড প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত প্রকৌশলী মো. আব্দুল আলীম,

(৮) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী (উন্নয়ন) প্রকৌশলী মো. শরীফুল ইসলাম,

(৯) ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী (সেন্ট্রাল) হিসেবে কর্মরত মো. জাহাঙ্গীর আলম,

(১০) বিআরইবি’র কর্মকর্তা প্রকৌশলী আব্দুর রউফ মিয়া ও

(১১) প্রকৌশলী বিএম মিজানুল হাসান।

সূত্র মতে, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নির্ধারিত আবেদনকারীর কাছে ডিপিডিসির পাঠানো চিঠিতে নিয়োগ পরীক্ষার জন্য ২২ জানুয়ারি (সোমবার) সংস্থার বোর্ড রুমে উপস্থিত থাকতে বলা হয়েছে। অপরদিকে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নির্ধারিত আবেদনকারীদের কাছে পাঠানো চিঠিতে নিয়োগ পরীক্ষার জন্য ২৪ জানুয়ারি (বুধবার) ডিপিডিসি বোর্ড রুমে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবেদনকারীর তালিকায় একাধিক বিতর্কিত ব্যক্তিও রয়েছেন বলে সূত্রের দাবি।

নয়া শতাব্দী/একে/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ