ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

৪ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‌ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি বঙ্গভবনে ফেরেন বলে জানা গেছে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পাবনার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পুলিশ সুপার আকবর আলী মুন্সি রাষ্ট্রপতিকে বিদায় জানান।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, চার দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি ঢাকায় চলে গেছেন। তার পাবনা সফর ফলপ্রসূ হয়েছে। সব প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেল ৩টায় রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ