১৯ জানুয়ারি থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই পদে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
পুলিশ সদরদপ্তরে থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
দেশের ৬৪ জেলায় তিন হাজার ৬০০টি খালি পদে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পুরুষদের জন্য খালি পদে নিয়োগ দেওয়া হবে তিন হাজার ৬০ জন ও নারীদের জন্য খালি পদ রয়েছে ৫৬০ জন।
নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। এছাড়া, আবেদনপত্রে কোনো মিথ্যা ও ভুল তথ্য দিলে নিয়োগ বাতিল করা হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ