সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া গেছে। হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও আগের চেয়ে কিছুটা কমেছে শীত। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে আরও বেশি ঠান্ডা অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭, যা গতকাল ছিল দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে ১০.৭, দিনাজপুরে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকায় ১৫ ডিগ্রি, যা গতকাল ছিল ১৩.১ ডিগ্রি।
আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ