ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিদ্ধান্ত আজ

মালিকা-লিনা কোথায় থাকবে, বাংলাদেশ নাকি জাপান?

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯

জাপানি দুই শিশু বাবা নাকি মায়ের সাথে থাকবেন সেই বিষয়ে আদালতের নির্দেশনা পাওয়া যাবে আজ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দিবেন।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট রাজধানীর গুলশানের একটি বাসায় ১৫ দিন একসাথে থাকার নির্দেশ দিয়েছিলেন জাপানি দুই শিশু ও তাদের মা-বাবাকে। এ সময় তাদের সাথে সমাজকল্যাণ অধিদফতরের একজন কর্মকর্তা থাকার কথাও বলা হয়। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয় পুলিশ।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়ে সন্তানকে ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুকে আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন।

এরপর ২২ আগস্ট দুই শিশুকে ইমরানের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর থেকে তারা উইমেন সাপোর্ট সেন্টারে ছিল।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ