চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পাবনায় যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বার নিজের জেলায় যাচ্ছেন তিনি।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আগামীকাল সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা দেবেন। ১২টা ৪০ মিনিটে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন।
এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দেবেন। বুধবার বেলা ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। পরদিন বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।
এর আগে ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন নিজ জেলা পাবনায় যান। রাষ্ট্রপতি হিসেবে প্রথম তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন গত বছরের ১৫ মে। এসময় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ