যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন তিনি।
বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজারের তালিকাভুক্ত একটি কোম্পানি।
সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করবেন না।
সংবিধানের এ ধারা অনুযায়ী বেক্সিমকো ফার্মার এমডি ও পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাজমুল হাসান।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ