ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মন্ত্রিসভায় ৪ জন

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১৪:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ৪ শিক্ষার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে ৩ জন পূর্ণ মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ। বঙ্গভবনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ শেষে নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য ৩৭। সেখানে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। প্রতিমন্ত্রী ১১ জন।

ঢাবি রাষ্ট্রবিজ্ঞান থেকে যে চারজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৫ আসন থেকে জয়ী ওবায়দুল কাদের, নরসিংদী-৪ আসন থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন গাজীপুর-৪ আসন থেকে সিমিন হোসেন রিমি।

এ চারজনের মধ্যে ওবায়দুল কাদের পূর্বের মন্ত্রিসভার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ছিলেন। নতুন করে পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন গাজীপুর-৪ আসন থেকে সিমিন হোসেন রিমি।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ