দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজ বিজয়ে ২০২৪ সালের শুরুটা ছিল সিলেটের চার মন্ত্রীর জন্য সুখবর। তবে পরের অধ্যায়টি তাদের জন্য যেমন অপ্রত্যাশিত, তেমনি মন্ত্রিত্ব সংকোচন সিলেটবাসীর জন্যও হতাশার বটে।
পররাষ্ট্র এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় হাত বদল হতে পারে- নির্বাচনের আগে থেকেই এ আলোচনা ছিল সিলেটের মানুষের মুখে মুখে। সেই আশঙ্কা এবার সত্যি হতে চলেছে। এছাড়াও এম এ মান্নান আরও বেশি মূল্যায়িত হতে পারেন এবং ইমরান আহমদও বহাল থাকতে পারেন- চাউর হয় এমন আলোচনাও।
তবে নির্বাচনের পর সরকারের নতুন যে মন্ত্রিসভা হতে যাচ্ছে, সেখানে ঠাঁই হয়নি সিলেটের চার মন্ত্রীর। ফলে এ অঞ্চলের মানুষের ভাবনায় ছেদ পড়লো এবার।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরইমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে। এখান থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন, তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোনও দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
যে তালিকায় নাম নেই সিলেট অঞ্চলের চার মন্ত্রীর। মন্ত্রিত্ব থাকছে না সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মৌলভীবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সিলেট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের।
অথচ স্বাধীনতা পরবর্তী সময় থেকে সরকারের মেয়াদগুলোতে মন্ত্রিসভায় রাজ করে এসেছে সিলেট অঞ্চল। দেশ স্বাধীনের পর প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুস সামাদের হাত ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় সিলেটের দখলে ছিল চারটি মেয়াদ। আশির দশক থেকে অর্থ মন্ত্রণালয় সিলেটের দখলে ছিল সবচেয়ে বেশি সময়। আর দুই মেয়াদ করে ধরে রাখে পরিকল্পনা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
এছাড়াও শিক্ষা, পরিবেশ ও বন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় এবং বিমান প্রতিমন্ত্রীও ছিলেন সিলেট থেকে।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন, তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মোট ৩৬ জনকে ফোন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ