দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের নিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হবে।
শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার কিছু সময় পর এ শপথ অনুষ্ঠান শুরু হয়।
সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দিতা করা আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ ও অন্যান্য দলের ৩ জন বিজয়ী।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ