ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনই মন্তব্য করবে না ইইউ

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০২

জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বিদেশি কূটনীতিক,পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানের ফাঁকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান তুলে ধরেন তিন রাষ্ট্রদূত।

ইইউর রাষ্ট্রদূত বলেন, এখনই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি বিবৃতি ইস্যু করা হবে।

জার্মানির রাষ্ট্রদূত বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা খুশি। বিশ্বস্ত অংশীদার হিসেবে নতুন বছরে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জার্মানি। বাংলাদেশের সঙ্গে আগামী দিনের উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করছি।

চীনের রাষ্ট্রদূত বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার নির্বাচন করতে পেরেছে বলে আমরা অভিনন্দন জানাই। এটা গণতন্ত্র ও জনগণের বিজয়। চীন বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে। চীন বাংলাদেশের নতুন সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ