ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৮

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আমির হোসেন (৬০), মাকসুদা বেগম (৫০), বাদল আহমেদ (৫০) এবং তার ছেলে তানভির আহমেদ (৮)।

আহত আমির হোসেন জানান, তাদের বাসা ভোটকেন্দ্রের পাশেই। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রমুখী হচ্ছেন ভোটাররা।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ