নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল, নির্বাচন নিয়ে আরও যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ