রাজধানীর সায়েদাবাদ রেলগেট এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
রোববার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে সায়দাবাদ রেলগেটের করাতিটোলার শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ীর সায়েদাবাদ শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী ডিউটি করছিলেন। এসময় স্কুলটির সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয় আনসার-ভিডিপির সদস্য অন্তরের। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ