ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ী হব, কোনো সন্দেহ নেই : শেখ হাসিনা

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১২
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ইনশাআল্লাহ, জয়ী হব, কোনো সন্দেহ নেই।

রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টায় ধানমন্ডির ভোটার হিসেবে সিটি কলেজ কেন্দ্রে ভোটা দেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আবারও সরকার গঠনের প্রত্যাশা করছি।

তিনি বলেন, অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই তারা সন্ত্রাস-নৈরাজ্য করছে। অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, ভোট দিবে এটাই বড় কথা।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়, কারণ তাদের উত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে।

এর আগে আজ সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের সঙ্গে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও একই কেন্দ্রে ভোট দেন।

এর আগে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকা নোয়াখালীর বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ