ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একাধিক মোটরসাইকেলে করে অজ্ঞাত যুবকরা ওই ককটেলগুলো বিস্ফোরণ ঘটায়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আল আমিন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে কয়েকজন এসে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এসময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কারা ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে খুঁজে বের করার চেষ্টা চলছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ