ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ভোটের মাঠে সক্রিয় ৬৫৩ ম্যাজিস্ট্রেট

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর ভোটের মাঠে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। আগামী পাঁচদিন তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন ম্যাজিস্ট্রেটরা। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার জানান, বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা।

আগামী রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ