ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫ থেকে ৮ জানুয়ারি ছুটির প্রজ্ঞাপন ভুয়া : জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৪, ২২:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনের তথ্য বানোয়াট বলে এই প্রজ্ঞাপনকে আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (০৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের একটি প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রদর্শিত হচ্ছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫-৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি নয়। এ বানোয়াট প্রজ্ঞাপনটি আমলে না নেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সাক্ষর দেখিয়ে এই প্রজ্ঞাপন ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। ছুটি ঘোষণার অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয় ওই ভুয়া প্রজ্ঞাপনে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান সাংবাদিকদের বলেন, একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সত্য নয়। আমাদের ওয়েবসাইটে সঠিক প্রজ্ঞাপনটি আছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ