ড. মুহাম্মদ ইউনূসের সাজায় আমাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। তবে তিনি ক্রিমিনালি কাজ করেছেন।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. ইউনূসের সাজায় আমাদের কোনো সমস্যা হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। তিনি বলেন, ড. ইউনূস একজন নোবেল লরিয়েট। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। পৃথিবীতে অনেক নোবেল লরিয়েটই অন্যায় করেছেন, ক্রিমিনালি করেছেন। এজন্য তাদের শাস্তি হয়েছে। এতে কারও সঙ্গে কারও সম্পর্ক নষ্ট হয়নি।
আব্দুল মোমেন বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সম্পদ। তবে তিনি ক্রিমিনালি কাজ করেছেন। তিনি তার শ্রমিকদের পয়সা দেননি, তাদের ঠকিয়েছেন। এজন্য আদালতের মাধ্যমে তার বিচার হয়েছে। এটা আদালতের ব্যাপার। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তিনি পেয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিবিসি একটি মিডিয়া। মিডিয়া অনেক সময় রকমারি কিছু করে পাঠক টানতে চায়। তারা প্রায়ই এরকম করে। কিন্তু মিডিয়ার রিপোর্ট দেখে কোনো দেশই তাদের পররাষ্ট্রনীতি ঠিক করে না। সব সরকারই বিচার বিশ্লেষণ করে, ভবিষ্যৎ সম্পর্ক, নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেয়।
সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বলেন, আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা করতে পারলেই আমরা সফল। আমাদের দেশবাসী কী বলল সেটাই বড় কথা। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করল সেটা মুখ্য বিষয় নয়।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ